প্রশ্ন : আসসালামু আলাইকুম, হাতের আঙুল ফুটানো যাবে কি? হাতের আঙুল ফুটানো সম্পর্কে ইসলাম কি বলে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হাদীস শরীফে নামাযে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করা হয়েছে। নামাযে এমনটি করা মাকরূহ। অনুরূপভাবে মসজিদে গমনের সময় এবং মসজিদে অবস্থানরত অবস্থায় এমনটি করা মাকরূহ। নামায ছাড়া মসজিদের বাইরে হাতের জয়েন্টের প্রশান্তির জন্য এমনটি করতে অসুবিধা নেই।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৯৬৫; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৫৬২১; আল বাহরুর রায়েক ২/৪৮,৪৯; বাদায়েউস সানায়ে ২/১৬০

Loading