প্রশ্ন : ১। নামায পড়ছি এ সময় কেউ চুরি করছে তখন নামায ছাড়া কি যাবে? ২। উক্ত ক্ষেত্রে নামায ছাড়া গেলে আর কোন কোন কাজের জন্য নামায ছাড়া যাবে?

উত্তর :

১। হ্যাঁ, ছাড়া যাবে।
২। কোন অনিষ্টকারী প্রাণীর ভয় থাকলে, এমন কোন বস্তুর ক্ষতির আশংকা থাকলে যার মূল্য সাড়ে চার রত্তি রূপার সমান, কোন কিছু চুরি বা খোয়া যাওয়ার আশংকা হলে, পেশাব পায়খানার চাপ অসহ্য হলে, কাউকে বিপদ বা মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হলে ইত্যাদি খেত্রেও নামায ছাড়া জায়েয।
সুত্রসমূহঃ ফাতাওয়া হিন্দিয়া ১/১০৯; রদ্দুল মুহতার ১/৬৫১ ও ২/৫১, ৫২;

Loading