প্রশ্ন : জনাব আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার নেক হায়াত কামনা করি। আমার প্রশ্ন: আমার মামা তার বাবার একমাত্র পুত্র সন্তান এবং বোন তিন জন। তার মানে আমার মা খালা মোট তিন জন। আমার মামার কোন পুত্র সন্তান নাই এবং একটি মেয়ে আছে। মামার চাচাতো ভাই আছে এবং তাহাদের ছেলে সন্তান আছে। আমরা তিন ভাগনে আছি। সে ক্ষেত্রে আমার মামার সম্পদ কি ভাবে বন্টন হবে? এবং তাহার যেহেতু আপন ভাই নাই তাহলে চাচাতো ভাই এর সন্তানগন সম্পদের অংশ পাবে কি? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ

উত্তর :

ওয়া আআলাইকুমুস সালাম
আপনার মামার আর কোন ওয়ারিশ আছে কি? যেমন আপনার মামার স্ত্রী, বোনেরা, পিতা-মাতা, দাদা-দাদী ইত্যাদি। এটা জানার পরেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ।

Loading