প্রশ্ন : আসসালামুয়ালাইকুম শায়েখ দয়া করে অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিবেন। ১। এক ভাই অনেক টেনশনে আছে প্রশ্নের উত্তর পাবার জন্য। শায়েখ আমার এলাকার একজন ভাই বিয়ের আগে তার নিজের ঘুমন্ত মায়ের শরীরে উত্তেজিত হয়ে স্পর্শ করেছিল নাউযুবিল্লাহ। যদিও তখন তার মধ্যে হুরমাতে মুসাহারা সম্পর্কে কোনো ধারণা ছিল না। সেই ভাই কিছুদিন আগে তার আপন খালাতো বোনকে (তার মায়ের আপন বোনের মেয়েকে) বিবাহ করেছে।সে কয়েকদিন আগে হুরমাতে মুসাহারা সম্পর্কে জানতে পারে এতে সে অনেক চিন্তিত যে তার বিবাহ সহিহ হয়েছে কিনা।সে জানতে চায় তার নিজের মায়ের শরীরে এরকম উত্তেজিত হয়ে স্পর্শ করায় কি তার নিজ খালাতো বোনের সাথে (ছেলেটির মায়ের আপন বোনের মেয়ে) বিয়ে সহিহ হয়েছে নাকি বিয়ে হারাম হয়ে গেছে? ২। শায়েখ আর একটি প্রশ্ন স্পর্শের মাধ্যমে হুরমাতে মুসাহারা সাব্যস্ত হলে একটি ছেলের ক্ষেত্রে যাকে স্পর্শ করেছে তার কোন কোন উধ্বর্তন ও অধস্তন আত্মীয়ার সাথে বিবাহ হারাম হয়ে যায়? শায়েখ দয়া করে লেখাগুলো ভালো করে পড়ে অবশ্যই উত্তর প্রদান করে উপকৃত করবেন বুঝতেই তো পারছেন এক ভাইয়ের সংসার টিকে থাকার বিষয়।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, এর দ্বারা তার খালাতো বোনের বিবাহে কোন সমস্যা হবে না।-আদ্দুররুল মুখতার ৩/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৩/৪০০

২। উধ্বর্তন বলতে তার পিতামাতা, পিতামাতার পিতামাতা এভাবে যত উপরের দিকে যাবে। আর অধস্তন বলতে ছেলেমেয়ে, তাদের ছেলেমেয়ে এভাবে যত নিচের দিকে যায়।- এলাউস সুনান-১১/১৩১,১৩২, রদ্দুল মুহতার-৩/৩১-৩৩

Loading