প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত, আমি তাহাজ্জুদ নামাযে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। আমাকে সাহায্য করুন। তাহাজ্জুদের ওয়াক্ত সংক্রান্ত বুখারী শরীফের একটি প্রসিদ্ধ হাদীস আমার জানা আছে। রাত্রির শেষ এক তৃতীয়াংশ কখন আরম্ভ হয় তাও আমি মোটামুটি জানি। এই সময়ে তাহাজ্জুদ নামায পড়তে গেলে বার বার এই প্রশ্নটি আমার মনে আসতে থাকে :”আল্লাহ কি এখন প্রথম আসমানে অবতরণ করেছেন?” শয়তানের ওয়াসওয়াসা ভেবে আউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমান্তুবিল্লাহি ওয়া রাসূলিহী ইত্যাদি পড়লেও মন থেকে প্রশ্নটা বের করে দিতে পারি না। বারবার মনে হয়, এই প্রশ্নের জবাব দিতে অক্ষম হলে প্রমান হবে মূল হাদীসে বিশ্বাস স্থাপন করি নাই। এই অবস্থায় আমার কি করা উচিত? হাঁ বা না – এই ধরণের উত্তর দেয়া উচিত? কি করা উচিত? দয়া করে জানাবেন। আমার শুধু মনে হয়, এই প্রশ্নের জবাব দিতে অক্ষম হলে প্রমান হবে মূল হাদীসে বিশ্বাস স্থাপন করি নাই। দয়া করে কুরআন ও সুন্নাহের আলোকে আমাকে এর সমাধান দিবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হাদীস শরীফে আছে, আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতরণ করেন। তবে এই অবতরণের ধরণ সম্পর্কে তিনিই ভালো জানেন। আপনি এটা মনে প্রানে বিশ্বাস করে নিলেই তো সমাধান হয়ে যায়। অন্তরে এমন প্রশ্ন এলে হ্যাঁ, উত্তর দিবেন। আর আল্লাহ তাআলার প্রথম আসমানে অবতরণ করার বিষয়ে অন্তরে ওয়াসওয়াসা বা সন্দেহ এলে آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ أعُوذُ باللَّهِ مِنَ الشَّيْطانِ الرَّجِيمِ পড়বেন। এরপর উক্ত বিষয় থেকে মনকে সরিয়ে নিবেন। আপনার অনিচ্ছায় উক্ত প্রশ্ন মনে বারবার ঘুরপাক খেলে কোন সমস্যা নেই। আপনি শুধু উক্ত দুআ পড়ে বারবার মনকে সরিয়ে নিবেন। আর বিষয়টিকে আপনি গুরুত্ব দিবেন না। আপনি যতই গুরুত্ব দিবেন শয়তান আপনাকে ততই পেয়ে বসবে। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354

Loading