প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি আজকে একাকী ২ রাকাআত নামায আদায় করতে যেয়ে ভুল করে ফেলেছি। ভুলটি হলো- শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে দাড়িয়ে গিয়েছি। ১। দাড়ানোর পর পরই মনে পড়ে যে, এক রাকাআত বেশী হচ্ছে। কিন্তু সুরা ফাতেহা পড়ে অন্য সুরা মিলিয়ে সাহু সিজাদাহ দেই, এই নামায কি হয়েছে? ২। যদি ভবিষ্যতেও এরকম ভুল হয় তাহলে কি দাড়ানোর পর পরই বসে গিয়ে নামায শেষ করবো? তাতে কি সাহু সিজদাহ দিতে হবে? ৩। তাশাহুদ ওয়াজিব আর দাড়ানো ফরজ, তো ফরজ তরক করে বসা জায়েয হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, হয়েছে।

২। ভবিষ্যতে এমন হলে সিজদাহ দেওয়ার পূর্ব পর্যন্ত যখনি মনে পড়বে তখনি বসে পড়বেন এবং সিজদায়ে সাহূ দিয়ে নামায শেষ করবেন।

৩। বসা জরুরী। শেষ বৈঠকের পরে দাঁড়ানো ফরজ হবে কেন?

Loading