প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ১। বিয়ে দোহরানোর নিয়ম কী? সামাজিকভাবে গোপনে (সাক্ষী এবং মেয়ের অভিভাবক এর উপস্থিতিতে) সংঘটিত কোনো বিয়ে কি সমাজের মানুষ জানাজানি করার জন্য দোহরানো যাবে? ২। বিয়ে পড়ানোর জন্য নিযুক্ত আলেম কি বিয়ের সাক্ষী হতে পারবেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। তাদেরকে বিবাহের কথা জানিয়ে দিলেই তো হল। এর জন্য বিবাহ দোহরানোর কি প্রয়োজন? এর দ্বারা তো আল্লাহ তাআলার একটি হুকুম তামাশায় পরিনত হবে।
২। হ্যাঁ, তিনি সাক্ষী হতে পারবেন।

Loading