প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত, একটি মেয়ের সাথে ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করিনি। কোনো কারণ বশতঃ মেয়েটির সাথে আর কোনো সম্পর্ক নেই। যখন ছাড়াছাড়ি হয় তখন মনে মনে বলেছিলাম এবং মুখে ও উচ্চারণ করেছিলাম যে ‘যাহ্! ছেড়ে দিলাম। তালাক দিয়ে দিলাম’। ছাড়াছাড়ি হয় SMS এর দ্বারা (মনে মনে এবং মুখে যা বলেছি মেয়েটি কিছুই শুনেনি এবং জানে ও না)। এরপর ভবিষ্যতে যদি এই মেয়েটির সাথে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি তাকে বিবাহ করতে পারবো? শরীআ’তে কোনো নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, তাকে বিবাহ করা যাবে। বিবাহের পূর্বে এভাবে তালাক দিলে কোন তালাক পতিত হয় না।–তাবয়ীনুল হাকায়েক ৩/১০৯; ইলাউস সুনান ১১/২০১

Loading