প্রশ্ন : আমি একজনের সাথে ব্যবসা করতে চাই, উনার টাকা পোষ্ট অফিসে রাখা। যার থেকে তিনি সূদ গ্রহণ করেন। আমি কি তার সাথে ব্যবসা করতে পারব?

উত্তর :

উক্ত ব্যক্তি ব্যবসায় যে টাকা বিনিয়োগ করবেন সেই টাকা যদি তার কোন হালাল উপার্জন থেকে বিনিয়োগ করেন তাহলে তার সাথে ব্যবসা করতে পারবেন। আর যদি পোষ্ট অফিস থেকে গ্রহণকৃত সুদের টাকা ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে উক্ত টাকা দ্বারা ব্যবসা করা জায়েয হবে না।-সূরা বাকারাহ, আয়াত নং ২৭৫; সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৩৩৩;  ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৮; রদ্দুল মুহতার ৫/৯৯; বাদায়েউস সানায়ে ২/১৪৯

Loading