প্রশ্ন : মুহতারাম আমার জানার বিষয় হল কোন ব্যাক্তি যদি মাদরাসায় কোরআন শরীফ ক্রয়ের জন্য টাকা দেয়।মাদরাসায় কোরআন শরীফ ক্রয়ের কোন প্রয়োজন ও নেই।একন উক্ত টাকা অন্য কোন কাজে ব্যবহার করতে পারব কি না? যেমন মাদরাসার ছাত্রদের বেতন খাতা। শিক্ষকদের নিয়োগ খাতা ও বেতন খাতা হাজিরা খাতা ইত্যাদি।ক্রয় বাবদ এই টাকা ব্যয় করা আমার জন্য কতটুকু শরীয়ত সম্মত হবে। জানালে উপকৃত হতাম

উত্তর :

মাদ্রাসায় যে টাকা যে খাতে আসে সেটা সে খাতে ব্যয় করা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য। তবে যদি সে খাতে প্রয়োজন না থাকে তাহলে দানের সময় এই বিষয়টি দাতাকে অবহিত করবে। তৎক্ষণাৎ অবহিত না করে থাকলে ওই টাকা অন্য খাতে ব্যয় করার সময় অনুমতি নিবে। দাতাকে অবহিত করা বা তার থেকে অনুমতি নেওয়ার যথাসাধ্য চেষ্টা করার পর তাকে না পাওয়া গেলে বা তাকে জানানো সম্ভব না হলে উক্ত অর্থ অন্য উপযুক্ত খাতে ব্যয় করা যাবে।-বাদায়েউস সানায়ে ৫/৩৩১; আল হিদায়া ৩/২৭৭; রদ্দুল মুহতার ৬/৫২৬; ফাতাওয়া হিন্দিয়া ২/৪১৯; ফাতহুল কদীর ৬/২২৫; আল বাহারুর রায়েক ৫/৪২৪

Loading