প্রশ্ন : মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হল ঈদের দিন ঈদগাহে গেট দিয়ে সাজানো এটা কতটুকু শরীয়ত সম্মত? কুরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ্

অতিরঞ্জন ও আলোক সজ্জা ব্যতীত সাধারণ ভাবে সাজানো জায়েয। তবে এর জন্য কাউকে চাঁদা দিতে বাধ্য করবে না। অনুরূপভাবে ঈদগাহের উন্নয়নে ওয়াকফকৃত টাকা দিয়েও ঈদগাহের গেট সাজাবে না।-আদ্দুররুল মুখতার ১/৬৫৭-৬৫৮; ফাতহুল কদীর ১/৪৩৫; তাবয়ীনুল হাকায়েক ১/৪২০; আলবাহরুর রায়েক ২/৬৪-৬৫

 

Loading