প্রশ্ন : মুহতারাম মুফতী সাহেব। আমি এক ব্যবসায়ীর সাথে এই নিয়মে ব্যবসায়ীক চুক্তি করেছি যে, আমি তোমাকে ব্যবসার জন্য টাকা দিব, সে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করবে। আমাদের মাঝে লাভাংশ ভাগাভাগি হবে এই নিয়মে, গ্যাস কোম্পানি ২০টি সিলিন্ডার কিনলে ১টি ফ্রিতে দেয়, ঐ ফ্রি সিলিন্ডারের বাজার দাম যত হয় ঐ টাকা আমাকে লাভাংশ হিসেবে দিবে। বাদবাকি ২০ টি সিলিন্ডারের পুরো লাভের টাকা সে নিবে এ চুক্তিকি সহীহ হয়েছে? 

উত্তর :

না, প্রশ্নে বর্ণিত ব্যবসার ক্ষেত্রে উক্ত চুক্তিটি সহীহ হয়নি। একজনের টাকা অন্যজনের শ্রম এরুপ ব্যবসার ক্ষেত্রে শর্ত হল, উক্ত ব্যবসায় যত টাকা লাভ হবে সে লাভের সম্পূর্ণ টাকার শতকরা কে কত পার্সেন্ট পাবে তা নির্দিষ্ট করে নেওয়া। কাজেই প্রশ্নে উল্লেখিত একটি সিলিন্ডারের টাকা যে আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন সেটা সহীহ হয়নি। বরং পুরো লভ্যাংশের আপনি কত পার্সেন্ট পাবেন এবং তিনি কত পার্সেন্ট পাবেন তা নির্ধারণ করে নিতে হবে।-আলবাহরুর রায়েক ৭/৪৪৯; আদ্দুররুল মুখতার ৮/২৮৫-২৮৬; তাবয়ীনুল হাকায়েক ৫/৫১৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩৯৬

Loading