প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমাদের অফিসের আমার সামনে যে ভাই বসেন তার কম্পিউটারে সকালে এসেই অডিও কোরআর তেলাওয়াত ছাড়া হয়। আমার প্রশ্ন এ সময় কি আমি কোরআন তেলাওয়াত শ্রবণ না করে আমার অফিসের কাজ করতে পারবো কি? কারণ কোরআন তেলাওয়াতের সময় তো দুনিয়াবি কোন কাজ করা নিষেধ। যাযাকাল্লাহু খাইর।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ

কুরআন শরীফ সরাসরি তিলাওয়াত করা হোক বা রেকর্ডিং এর মাধ্যমে শ্রবণ করা হোক উভয় সুরতে তার আদব ও সন্মান রক্ষা করা জরুরী। আপনার সহকর্মীর জন্য অফিসে উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত চালানো উচিত নয়। কারণ ব্যস্ত বা কোন কাজে লিপ্ত থাকা ব্যক্তিদের সামনে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করা নিষেধ। আর যদি তিলাওয়াত শ্রবণ করার কারণে অফিসের কাজে বিঘ্নতা সৃষ্টি হয় তাহলে বেতন হালাল হওয়া নিয়েও সংশয় সৃষ্টি হবে।

সুতরাং আপনার সহকর্মী যদি তিলাওয়াত শুনতে চান তাহলে তার জন্য করণীয় হলো তিনি এমনভাবে তিলাওয়াত শুনবেন যেন তিনি একাই শুনতে পান। অন্য কারো কাছে আওয়াজ না যায়। তাকে বোঝানোর পরেও যদি তিনি উচ্চ আওয়াজে তিলাওয়াত ছাড়েন আর আপনি কাজের কারণে মনোযোগ সহকারে শুনতে না পান তাহলে আপনার কোন গুনাহ হবে না।-আহকামুল কুরআন লিলজাসসাস ৩/৫৬; তাফসীরে ইবনে কাছির ২/১২৬৬;খুলাসাতুল ফাতাওয়া ১/১০৩; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৪৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬৫; জাওয়াহিরুল ফিকহ ৭/৪৯৭

Loading