প্রশ্ন : আমি এক ভাইয়ের কাছ থেকে ২৫০ টাকা দিয়ে একটা কবুতর কিনেছিলাম। কিন্তু কবুতরটা তার না। কবুতরটা অন্য কোথাও থেকে উড়ে এসে তার কবুতরের সাথে থাকতো। পরবর্তীতে কেউ এসে মালিকানা দাবি করেনি। তারপর সে আমার কাছে বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হল ঐ কবুতরটা কেনা আমার জন্য ঠিক হয়েছিল কিনা। আর যদি ঠিক না হয়ে থাকে তাহলে আমার জন্য এখন কি করণীয়?
উত্তর :প্রশ্নের বর্ণনা অনুযায়ী বিক্রেতা যদি টাকা সদকা করে দেওয়ার জন্য উক্ত কবুতর বিক্রি করে তাহলে কোন অসুবিধা নাই। আর যদি সদকার নিয়তে বিক্রি না করে তাহলে উক্ত টাকা তার সদকা করে দিতে হবে। তবে যদি সে নিজে গরিব হয় তাহলে নিজেও খরচ করতে পারবে। আর আপনি উক্ত কবুতর কিনার মাধ্যমে আপনি মালিক হয়ে গেছেন। আপনার উপর কোন কিছু আরোপিত হবে না।-ফাতহুল কদীর ৬/৪২২; আদ্দুররুল মুখতার ৫/৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৯/২৭৯-২৮০
![]()
