প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত, আমি ওয়াসওয়াসার রোগী। প্রায়ই নামাজের মধ্যে কোথায় কি পড়লাম তা মনে করতে পারি না বা উক্ত বিষয় নিয়ে সন্দেহ হয়। সেদিন আমি জোহরের নামাজ পড়তেছিলাম, যখন দ্বিতীয় রাকাত পড়ছি তখন মনে হলো যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা পড়া হয়নি মনে হয়, আমি কিছুক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু মনে আসেনি। অবশেষে আমি সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করি। এক্ষেত্রে হযরতের কাছে আমার প্রশ্ন এই যে উক্ত নামাজ কি আদায় করা শুদ্ধ হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে? জাজাকাল্লাহ বি খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

আপনি যেহেতু ওয়াসওয়াসার রোগী নামাযের মধ্যে আপনার এ জাতীয় সন্দেহ হলে প্রবল ধারণা অনুযায়ী আমল করবেন। আর উল্লেখিত সূরতে চুপ থেকে চিন্তা করার পর সিজদায় সাহু দেওয়াতে নামায শুদ্ধ হয়ে গেছে।

উল্লেখ্য যে, ওয়াসওয়াসা এমন এক রোগ যার প্রতি গুরুত্ব দিলে এটি আরো প্রকটভাবে আঁকড়ে ধরে। তাই আপনি যদি প্রায়শই এর শিকার হতে থাকেন তাহলে এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। এবং অতি শীঘ্রই কোন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে একজন আল্লাহওয়ালা বুযুর্গের সোহবতে থেকে এ জাতীয় আত্মিক রোগের চিকিৎসা করে নেওয়া জরুরী।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২১২; মাবসুতে সারাখসী ১/২০২; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪২৯; মাজমাউল আনহুর ১/২২৬

Loading