প্রশ্ন : আমি আমার বউয়ের বড় বোনের দিকে মিলামিশার উদ্দেশ্যে পিছনের দিক দিয়ে জরিয়ে ধরি। কিন্তু উনি আমার হাত সরিয়ে দিয়ে রোম থেকে বেরিয়ে যায়। আমি মাথা নিচু করে বসে থাকি। তিন দিন পর বোন আমার বউ কে সব খুলে বলে। আমি আমার শাশুড়ী, বউ, আর বউয়ের বোনের পা ধরে মাফ চাই, আর আল্লার কাছে তওবা করতে থাকছি। কিন্তু আমার বউ বলছে সে নাকি আমার কাছ থেকে তালাক হয়ে গেছে। আমার কাছে আসে না। আমার চরিত্র কে আমি আর নষ্ট করবো না সংকল্প করছি, তওবা করছি বললেও সে আমার সাথে আর থাকতে পারবে না। তালাক নাকি হয়ে গেছে। আমাকে হুজুরের কাছে গিয়ে জানতে বলে। আমি সংসার করতে চাই,  সমাধান কি?

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি এবং আপনাদের ঘর সংসার করাও বৈধ। তবে আপনি জঘন্যতম গুনাহের কাজ করেছেন। এর জন্য আল্লাহর নিকট খালেছ ভাবে তাওবা করে নিবেন।-আদ্দুররুল মুখতার ৩/৩৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৪৯; ফাতহুল কদীর ৩/২১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩৯

Loading