প্রশ্ন : পাঁচ ওয়াক্ত নামাযের পরে তাসবীহাত এবং মামুলাত গুলো আছে, তা যে সব নামাযের পরে সুন্নাত আছে ঐ ক্ষেত্রে সুন্নাতের পরে আমল গুলা করা উত্তম নাকি ফরজের পরে করা উত্তম? 

উত্তর :

পাঁচ ওয়াক্ত নামাযের পরে যে তাসবীহাত এবং মামুলাত রয়েছে তা সুন্নাত, নফল ইত্যাদির পরে আদায় করা উত্তম। আর যেসব ক্ষেত্রে সুন্নাত নেই যেমন আছর, ফজর ইত্যাদি সেক্ষেত্রে ফরজের পরে পড়া উত্তম।-সহীহ মুসলিম, হাদীস নং ১৩৬; সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫১২; সুনানে তিরমিজী, হাদীস নং ২৯৮; ফাতাওয়া মাহমুদিয়া ৫/৬৬৪

 

Loading