প্রশ্ন : আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমার স্ত্রীর বিভিন্ন সাংসারিক চাহিদার বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তো কানের কাছে ঘেনর ঘেনর বিরক্ত লাগছিল। হঠাৎ মুখ থেকে বের হলো তুই বাড়িত যাবিগা (কারণ বাড়িতে থাকলে ঝগড়া হয় না এই উদ্দেশ্যেই বলা)।কথাটা বলার পর আমিই আশ্চর্য হয়েছি এটা কি বললাম,যেহেতু হঠাৎ মুখ থেকে বের হয়েছে তাই মনে কোনই নিয়ত ছিলনা এট আমার দিল বলে)। বলার পর ভয়ে ভয়ে সাথে সাথে আমি মোবাইলে সার্চ করলাম এই কথায় কোন সমস্যা হলো কিনা? দয়া করে উত্তর জানাবেন। জাজাকাল্লাহ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

প্রশ্নের বর্ণনা অনুযায়ী (অর্থাৎ উক্ত কথা বলার সময় আপনার তালাকের কোন নিয়ত ছিল না) আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি।–আদ্দুররুল মুখতার ৩/৩০৩, ৩০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭৪, ৩৭৫

Loading