প্রশ্ন : ১। ফরজ নামাযে ২ সিজদার মাঝে ইমামের পিছনে অথবা একা নামাজ পড়ার সময় আল্লাহুম মাগফিরলি ওয়ার হামনি পুরা দোয়াটা পড়া যাবে কি? ২। যদি ফজরের, জোহরের ফরজ নামাজের পূর্বের সুন্নাতের সাথে এবং আসর, মাগরিব, এশার ফরজের সাথে ইমামের পিছনে অথবা একা নামায পড়ার সময় তাহিয়্যাতুল মসজিদ ও তাহিয়াতুল ওষুর নিয়ত করা যাবে কি?
উত্তর :১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এবং ওয়াজিব নামাযে উক্ত দুআ পড়তেন না। বরং নফল নামাযে পড়তেন। কাজেই আপনি উক্ত দুআ নফল নামাযে পড়তে পারেন।
২। হ্যাঁ, মুক্তাদী একাকী নামায পড়ুক বা ইমামের পিছনে উভয় অবস্থায় ফরজ ও সুন্নাত নামাযে তাহিয়্যাতুল মসজিদ ও তাহিয়্যাতুল উযুর নিয়ত করতে পারবে।
সূত্র সমূহঃ সুনানে তিরমিজী, হাদীস নং ২৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; আলবাহারুর রায়েক ১/৫৬১; আদ্দুররুল মুখতার ৬/১৮; রদ্দুল মুহতার ৬/২২
![]()
