Q : আমার যতদূর মনে পরে ২০১৭ সালে আমি আমার প্রেমিকের সাথে মোবাইলে কালেমা পড়ে তিন বার কবুল বলেছিলাম দুইজনেই।আমার পক্ষ থেকে কোন সাক্ষী ছিলোনা।এখন অপর প্রান্তে সেই ছেলে কাউকে সাথে নিয়ে শুনিয়ে কবুল বলেছিলো কিনা আমার জানা নাই।কোন মোহরানা ধার্য করেছিলাম কিনা তাও মনে নাই। এর কিছুদিন পর আমার অন্যত্র বিয়ে হয়ে যায়।এখন হঠাত করে এই ঘটনা আমার মনে পরেছে এবং ভয় হচ্ছে যে আমাদের কি এতে সত্যি সত্যি বিয়ে হয়েছিলো?আপনি দয়া করে এর ব্যাখ্যা দেন আমাকে।আমি তখন সতের বছর বয়েসি ছিলাম।আবেগে শয়তানের প্ররোচনায় পরে এই ভুল করেছি।আমি এখন তীব্র অনুশোচনা এবং অপরাধবোধে ভুগছি।আমাকে এর বিস্তারিত ব্যাখ্যা দিন হুজুর।আমি প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছি।

A :

Sorry, this entry is only available in Bengali.