প্রশ্ন : আসসালামু আলাইকুম। চার রাকাআত নামাযের দুই রাকাআতে আত্তাহিয়্যাতু পড়ার পর সাথে সাথে না দাঁড়িয়ে তিন তাসবীহ পরিমাণ বা তার বেশি বসে থাকলে সাহু সিজদাহ দিতে হবে কি? আর কেউ যদি এরূপ না করে তবে কি নামায কাযা হয়ে যাবে? জাযাকাল্লাহ্ খইরান।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, ভুলে এমনটি করলে সিজদায়ে সাহূ দিতে হবে।আর সিজদায়ে সাহূ না দিয়া থাকলে ঐ নামায পুনরায় পড়তে হবে।- আদ্দুররুল মুখতার ১/৪৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১১৮

Loading