প্রশ্ন : চুল রাখার সুন্নাত তরীকা জানতে চাই?

উত্তর :

চুল কাটা বা রাখার পদ্ধতি তিনটি।
(১) বাবরি (যা সর্বোচ্চ কাধ পর্যন্ত হতে পারে)।
(২) হলক করা।
(৩) সবদিকে সমান করে কাটা।
প্রথম দুটি সুন্নাত। তৃতীয়টি জায়েয মাত্র। কাফেরের অনুকরনে চুল কাটা নাজায়েয। হাদীসে এ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ।-সুনানে আবু দাউদ, হাদীস নং ৪১৯৫ ; সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৫; ফাতহুল বারী ১০/৩৬৫; রদ্দুর মুহতার ৬/৪০৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; আহসানুল ফাতাওয়া ৮/৮১-৮৭

Loading