প্রশ্ন : আসসালামু আলাইকুম, বাচ্চা প্রসবের সুন্নাত তরীকা কোনটি? ঘরে বসে নরমালে হবে না মেডিকেল নিয়ে যেতে হবে? নাকি সার্জারী করতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি বাচ্চা প্রসবের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ও ব্যবস্থাপনা ঘরে থাকে তবে ঘরে করা যেতে পারে। আর না থাকলে বা মুসলিম দ্বীনদার চিকিৎসক কোন সমস্যার কথা বললে সেখেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবে।
বর্তমানে তো বড় একদল চিকিৎসক ও ক্লিনিক হাঁ করে বসে আছে মা-বোনদের পেট কাটার জন্য। সারা জীবনের জন্য তাদের পঙ্গু করে দেওয়া হচ্ছে। খুবই আফসোস লাগে যখন দেখি উন্নত বিশ্বে (দু একটি ঘটনা ব্যতীত) সিজারের নাম গন্ধও নেই। এদের থেকে সতর্ক থাকা জরুরী।
আর রইল সিজারের প্রসঙ্গ, নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1307

Loading