প্রশ্ন : ১। ৩ মাস আগে আমাদের বিয়ে হয় পালিয়ে,,বাবা মা রাজি ছিলেন না,বিয়ের এক মাসের মাথায় আমাকে নিয়ে আসে পরে আর যেতে দেয় না বিভিন্ন আবেগ প্রবন কথা বলে আমাকে দিয়ে তালাক গ্রহন করাই,,আমার সামি আমাকে তালাক দেবে না,,এখন আমার প্রশ্ন আমার তালাক কি ৩ মাস পার হলে কি হয়ে যাবে? বা ফিরে যাওয়া যাবে তার কাছে?এবং ২। সামি এস এম এস এ একবারে ৩ তালাক দিলে কি তালাক হয়?

উত্তর :

১। শরীআত তালাক দেওয়ার ক্ষমতা শুধুমাত্র পুরুষদেরকেই দিয়েছে। শরীআত মহিলাদের তালাক দেওয়ার ক্ষমতা দেয়নি। সুতরাং আপনার স্বামী যদি আপনাকে তালাক না দেয় এবং তালাক গ্রহণের এখতিয়ারও না দেয় তাহলে আপনার তালাক গ্রহণের দ্বারা তালাক পতিত হবে না। আর স্বামী আপনাকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে থাকলে আপনি নিজের নফসের উপর তালাক গ্রহণ করতে পারবেন।

২। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে এস এম এস এর মাধ্যমে তালাক দেয় এবং নিশ্চিত করে জানা যায় যে মেসেজটি স্বামীই পাঠিয়েছে তাহলে স্ত্রীর উপর তিন তালাক পতিত হবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য হারাম হয়ে যাবে। এরপর শরয়ী হালালা ব্যতীত তাদের জন্য একসাথে ঘর সংসার করা বৈধ হবে না। শরয়ী হালালাহ এর সূরত হল ইদ্দত পালন করার পর মহিলা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং তাদের মাঝে শারীরিক সম্পর্ক স্থাপন হবে। এরপর যদি ওই স্বামী কোন কারনে তাকে তালাক দেয় তাহলে ইদ্দত পূর্ণ করার পর উক্ত মহিলা আবার প্রথম স্বামীকে বিয়ে করতে পারবে।-সুরা নিসা, আয়াত নং ৩৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৮১; ফাতহুল কদীর ৩/৪৭৫; আদ্দুররুল মুখতার ৩/২৩০

Loading