প্রশ্ন : ২ তালাক দেওয়ার পর কি ফিরিয়ে নেয়া যায়? পদ্ধতি কি?
উত্তর :হ্যাঁ, দুই তালাক দেওয়ার পরেও ফিরিয়ে নেওয়া যায়। কেউ তার স্ত্রীকে দুটি রজয়ী তালাক দিলে (অর্থাৎ বায়েন তালাক না দিলে) ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারবেন। তবে দুটি বায়েন তালাক দিলে অথবা ইদ্দত পার হয়ে গেলে আর ফিরিয়ে নিতে পারবেন না। সেক্ষেত্রে পুনরায় নতুন করে বিবাহ করতে হবে।
ফিরিয়ে নেওয়ার পদ্ধতি হল, স্বামী স্ত্রীকে মৌখিকভাবে ফিরিয়ে নিবে (যেমন বলল আমি তোমাকে ফিরিয়ে নিলাম) অথবা স্বামী-স্ত্রী সুলভ কোন আচরণের মাধ্যমেও ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ স্বামী-স্ত্রী সুলভ কোন আচরণ করাটাই ফিরিয়ে নেওয়া বলে গণ্য হবে। ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭২,৪৭৩; তাবয়ীনুল হাকায়েক ৩/১৪৯; আদ্দুররুল মুখতার ৩/৪০৯