প্রশ্ন : একাকী নামায পড়ার ক্ষেত্রে ক্বিরাআত জোরে বা আস্তে পড়ার কোন হুকুম আছে কি? যেমনঃ ১. একাকী ফরজ নামাযে চার রাকাআতেই কি জোরে জোরে ক্বিরাআত পড়া যাবে? ২. একাকী যোহর ও আসরের নামাযে জোরে ক্বিরাআত পড়া যাবে? ৩. সুন্নাত নামাযে ক্বিরাআত উচ্চস্বরে পড়া যাবে?

উত্তর :

১। না, সকল ওয়াক্তে এবং সকল রাকাআতেই উচ্চস্বরে পড়তে পারবেন না। আপনি চাইলে কেবল ফজর, মাগরিব ও ইশায় প্রথম দুই রাকাআতে কিরাআত উচ্চস্বরে পড়তে পারেন।–রদ্দুল মুহতার ১/৫৩৩

২। না।–প্রাগুক্ত

৩। সুন্নাতে মুআক্কাদায় কখনো উচ্চস্বরে পড়া যাবে না। তবে রাতের নফলে উচ্চস্বরে কিরাআত পড়া যায়।–আদ্দুররুল মুখতার ২/৪৫৩; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৭

Loading