প্রশ্ন : বউকে ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে গেছে আমার শশুরবাড়ির লোকজন। আমাকে এ ব্যাপারে না জানিয়ে নিয়ে গেছে।আমি জানার পরে মুরুব্বিদের কাছে বলেছি যে যদি বউকে হাসপাতালে নিয়ে যায়, আর আমি এভাবে বলেছি যে যদি হাসপাতাল গেট পার হয় তাহলে ঐ বউ আমি রাখব না। শুধু এ কথাটাই বলেছি। এক্ষেত্রে তালাক হবে কি না?
উত্তর :না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। কেননা তালাকের ওয়াদা বা ভবিষ্যৎকালীন বাক্য দ্বারা কোন তালাক পতিত হয় না। তবে ভবিষ্যতে আপনার এ ধরণের কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।-আদ্দুররুল মুখতার ৪/৫৫৯; ফাতহুল কদীর ৪/৭৪; হিদায়া ২/৩৭৭