প্রশ্ন : আসসালামু আলাইকুম স্বামী যদি শরয়ী কোন কারণ ব্যতীত জামা’আত ত্যাগ করে বাড়িতে নামায পড়ে এবং স্ত্রীকে তার সাথে জামাআতে শরীক হতে বলে, তবে উক্ত স্ত্রীর জন্য স্বামীর সাথে জামাআতে শরীক হওয়া জায়েয হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, জায়েয হবে। তবে স্বামীকে স্ত্রীর বুঝানো উচিৎ। জামাআত তরক করার ভয়াবহতা এবং এ সংক্রান্ত হাদীস তার সামনে তুলে ধরা উচিৎ।

Loading