প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আমি আরব আমিরাতে থাকি, আমার প্রশ্ন হলো আমার স্ত্রীর সোনা আছে যার মালিক আমি (সাড়ে সাত তোলা থেকে কিছু বেশি), আরো কিছু টাকা আছে এক ইসলামী একাউন্টে ডিপোজিট হিসেবে (দুই লক্ষ) এর কাছাকাছি, এমতাবস্থায় আমি কিভাবে যাকাত বাহির করবো? আর আমি কি রুপার নেসাব অনুযায়ী যাকাত দিতে পারি? জাযাকুমুল্লাহ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার নিকট যে স্বর্ণ রয়েছে তার বর্তমান বাজারদর অনুযায়ী বিক্রয়মূল্যের উপর যাকাত দিবেন। যেমন ধরুন আপনার দশ ভরি স্বর্ণ রয়েছে। এগুলো বিক্রি করতে গেলে ধরুন ভরি প্রতি ৩৫০০০ টাকা করে পাবেন। অর্থাৎ মোট ৩৫০,০০০ টাকা পাবেন। আর এর পাশাপাশি ধরুন আপনার নিকট মোট তিন লক্ষ নগদ টাকা রয়েছে। তাহলে সর্বমোট এই সাড়ে ছয় লক্ষ টাকার শতকরা আড়াই টাকা হারে অর্থাৎ ১৬২৫০ টাকা যাকাত দিবেন।

Loading