প্রশ্ন : আসসালামুআলাইকুম। আমার মা করোনাতে ইন্তেকাল করেছেন। আমার বাবা ৭২ বছর বয়স এবং বিভিন্ন রোগে আক্রান্ত। আমাদের বাসায় একজন কাজের মেয়ে ছিল। তার যখন ৯/১0 বছর বয়স তখন থেকে সে আমাদের বাসায় ছিল। এবং আমাদের বাসার একজন সদস্য হিসেবেই ছিল। গত ৬/৭ মাস সে আমাদের বাসায় নেই। তার বয়স এখন প্রায় ১৭/১৮।আমাদের বাসার সবাই চাকুরিজীবি। এখন বাবার দেখাশোনা করার জন্য ঐ মেয়েকে আনতে চাইছি। আমার প্রশ্ন হলো…. ঐ মেয়েকে আনলে আমার বাবার পর্দার কোন খেলাপ হবে কিনা। বা আনা উচিত হবে কিনা। দয়া করে দ্রুত উত্তরটা দিবেন। কৃতজ্ঞ থাকবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, পর্দার খেলাফ তো হবেই। অফিস টাইমে আপনার বাবা এবং উক্ত মেয়ে ছাড়া আর কেউ থাকবে না যদি এমনি হয়ে থাকে তবে তা জায়েয হবে না। আর যদি অন্য কেউ থাকে তাহলে সামনে না গিয়ে খেদমত করতে পারে।-সূরা আহযাব, আয়াত নং ৩৩; সুনানে তিরমিজী, হাদীস নং ১১৫৯; রদ্দুল মুহতার ১/৪০৬

Loading